বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় পিন্টু মোল্লা (২০) নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন।
শনিবার রাতে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের জামতলা ঈদগাঁ ময়দানের সামনে এ ঘটনা ঘটে। নিহত পিন্টু মোল্লা শার্শা উপজেলার বাগআচড়া সাতমাইল এলাকার আনছার মোল্লার ছেলে।
নাভারন হাইওয়ে থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম জানান, নাভারন বাগআঁচড়ার মধ্যে চলাচলকারি সিএনজি বাগআঁচড়ার দিকে আসছিলেন। এমন সময় বিপরীত দিক থেকে আসা যশোরমুখি একটি ট্রাক সিএনজিকে হালকা ধাক্কা দিলে সিএনজিতে থাকা যাত্রী ছিটকে পড়ে। এতে মাথায় আঘাত পেয়ে সেখানেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Drop your comments: