তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় নিম্নমানের ঔষুধ মজুদ, বিক্রয় এবং ড্রাগ লাইসেন্স ব্যতিরেকে অনুমোদনহীন ঔষুধ মজুদ ও বিক্রয়ের অপরাধে ইন্ডিয়া হারবাল সেন্টারকে ৫ হাজার টাকাসহ প্রতিষ্ঠানের ইউনানি চিকিৎসককে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক বলেন, দেলোয়ার হোসেন নামের ওই ইউনানি চিকিৎসককে আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে পৌর শহরের উছলাপাড়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। দন্ডপ্রাপ্ত চিকিৎসক হলেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের আবুল কাশেম খানের ছেলে মো. দেলোয়ার হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রের বরাতে জানায়, সোমবার বিকেলে শহরের উছলাপাড়ায় ইন্ডিয়া হারবাল সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নিম্নমানের ঔষুধ মজুদ ও বিক্রয় এবং ড্রাগ লাইসেন্স ব্যতিরেকে অনুমোদনহীন ওষুধ মজুদ ও বিক্রয়ের অপরাধে ইন্ডিয়া হারবাল সেন্টারের দায়িত্বরত চিকিৎসক মো. দেলোয়ার হোসেনকে ৫ হাজার টাকাসহ তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ঔষুধ তত্ত্বাবধায়ক সিরাজুম মুনিরা। এ সময় ওই প্রতিষ্ঠান থেকে প্রায় ১ লক্ষ টাকার বিভিন্ন নামীয় নিম্নমানের ওষুধ, পোস্টার ও মালামাল জব্দ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, দন্ডপ্রাপ্ত ওই চিকিৎসক পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। জব্দকৃত লাখ টাকার মালামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করার জন্য ওষুধ তত্ত্বাবধায়ক ও পুলিশকে দায়িত্ব দেয়া হয়। এই নিম্ন মানের ঔষধ সেবনে মানবদেহের মারাত্মক ক্ষতিকর এবং প্রান হানির ঘটনার মুখোমুখি হতে পারে।