বিএনপি ভোট চুরি করে। আর জনগণই আওয়ামী লীগকে স্বতঃস্ফুর্তভাবে ভোট দেয়। বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলনে যোগ দিয়ে এ কথা বলেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে ছাত্রলীগের ৩০তম সম্মেলনে যোগ দেন তিনি। এরপর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজনের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বিএনপি-জামায়াত সরকারের সমালোচনা করেন। জানান, টাকা খেয়ে নির্বাচনে মনোনয়ন দেয় বিএনপি।
প্রধানমন্ত্রী তার বক্তৃতায় ছাত্রলীগের বর্ণাঢ্য ইতিহাস তুলে ধরেন। করোনা মহামারিসহ নানা দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোয় ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ২০০১ সালে ক্ষমতায় এসে খালেদা জিয়ার ছাত্র সংগঠন সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নষ্ট করে দিয়েছিল।
দেশের ব্যাংকগুলোতে টাকার কোনো সংকট নেই উল্লেখ করে ব্যাংক নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান জানান শেখ হাসিনা। আহ্বান জানান গুজবে কান না দেয়ারও।