যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যের অডিটর জেনারেল নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ড. নীনা আহমেদ।
পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ইতিহাসে এই প্রথম অশ্বেতাঙ্গ এবং প্রথম কোন নারী অডিটর জেনারেল প্রাইমারিতে নির্বাচিত হলেন তিনি।
ডেমোক্রেটিক দলের গুরুত্বপূর্ণ প্রার্থী ড. নীনা আহমেদ প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা ছিলেন। এছাড়া ২০১৭ সাল পর্যন্ত তিনি ফিলাডেলফিয়ার ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।
ফলাফল জানার পর গতকাল স্থানীয় সময় রাত ১১টায় নিকটতম প্রার্থী ড. নীনা আহমেদকে অভিনন্দন জানান। নীনা ৫ লক্ষাধিক ভোট পেয়ে নিকটতম প্রার্থী পিটসবার্গের কন্ট্রোলার মাইকেল ল্যাম্বকে পরাজিত করেছেন। তিনি নিকটতম প্রার্থীর তুলনায় ৪৭ হাজার ভোট বেশি পেয়েছেন বলে জানা গেছে।
জানা গেছে এই নির্বাচনে মোট ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। শ্বেতাঙ্গ অধু্ষিত রিপাবলিকানদের লাল এলাকা বলে খ্যাত এই স্টেটে সাউথ এশিয়ান ডেমোক্রেট প্রার্থীর গুরুত্বপূর্ণ এই বিজয় পুলিশী হেফাজতে জর্জ ফ্রয়েডের নৃশংস মৃতুর পর রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ।