নির্বাচনে খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপির সমাবেশে কোনো বাধা দেয়া হচ্ছে না, এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় উদারতা। নির্বাচনে খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে।
এর আগে সম্মেলন উদ্বোধন করেন ওবায়দুল কাদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদসহ কেন্দ্রীয় নেতারা।
এদিকে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনস্থলে জড়ো হন তৃণমূলের কর্মীরা। দশ বছর পর অনুষ্ঠিত কাউন্সিল ঘিরে কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে।
Drop your comments: