লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে শরিকুল ইসলাম সাদ্দাম (২৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
রোববার ভোরে উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া সীমান্তে এ ঘটনা ঘটে। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ-এর (বিজিবি) কোনো বক্তব্য পাওয়া না গেলেও এদিন দুপুরে হাতীবান্ধা থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। সাদ্দাম ওই ইউনিয়নের ভুটিয়ামঙ্গল গ্রামের আছির উদ্দিনের ছেলে।
জানা গেছে, শনিবার গভীর রাতে ভারতীয়দের সহযোগিতায় সীমান্তের ওপারে গরু আনতে যান সাদ্দামসহ কয়েকজন বংলাদেশি। এ সময় ভারতীয় কাসারপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করলে অন্যরা সটকে পড়েন।
বিএসএফের বেধড়ক মারধরে একপর্যায়ে সাদ্দাম জ্ঞান হারিয়ে ফেললে ভোরের দিকে সীমান্তের আন্তর্জাতিক পিলারের কাছে ফেলে যায় বিএসএফ সদস্যরা। খবর পেয়ে তার ভাই আরিফুল ইসলামসহ অন্যরা তাকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনাটি নিশ্চিত করেছেন গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোনাব্বেরুল ইসলাম মোনা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা আলম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।