কাতার বিশ্বকাপের দ্রুততম গোল করলেন কানাডার আলফান্সো ডেভিস। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের ১ মিনিট ১৭ সেকেন্ডেই গোলটি করেন তিনি। কানাডার বিশ্বকাপের প্রথম গোল এটি।
গ্রুপ এফের ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি হয়েছে ক্রোয়েশিয়া ও কানাডা। খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রাত ১০টায় শুরু হয় এই ম্যাচ। পরের রাউন্ডে যেতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই দুই দলের।
উয়েফা নেশন্স লিগে দুর্দান্ত পারফর্ম করে খুব ভালো ফর্ম নিয়ে বিশ্বকাপ মঞ্চে আসে ক্রোয়েশিয়া। কিন্তু গেলো আসরের ফাইনালিস্টরা নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সাথে প্রত্যাশা পূরণ করতে পারেনি। কানাডার বিপক্ষে ম্যাচে চোটের কারণে নিকোলা ভ্লাসিচকে পাবে না ক্রোয়াটরা।
Drop your comments: