দুটি দলই তাদের প্রথম ম্যাচে হেরেছিল। আজকের লড়াই ছিল এগিয়ে যাওয়ার। সেই লড়াইয়ে জয়ী হলো সেনেগাল। শুক্রবার দোহার আল থুমামা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক কাতারকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে আফ্রিকার দেশটি। পরপর দুই ম্যাচ হেরে কাতারের পরের রাউন্ডে যাওয়ার আশা প্রায় শেষ হয়ে গেল। অন্যদিকে দারুণ জয়ে নক-আউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল সেনেগাল।
ম্যাচের শুরু তেকে বেশ কয়েকটি সুযোগ মিস করেছে দুই দল। তবে ৪১তম মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে কাতার। সেনেগালের দিয়াতার শটে বক্সে বল ক্লিয়ার করার চেষ্টায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান ডিফেন্ডার বুয়ালেম খুউখি। আলগা বল পেয়ে ডান পায়ের শটে জালে পাঠান বোলায়ে দিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে সেনেগাল। ইসমাইল জেকবসের কর্নারে দারুণ হেডে গোলটি করেন ফরোয়ার্ড ফামাহা ডিডিউ।
৭৮তম মিনিটে ব্যবধান কমায় কাতার। ইসমাইল মোহাম্মাদের ক্রসে ডি-বক্সে লাফিয়ে হেডে বিশ্বকাপে দেশের প্রথম গোলটি করেন ফরোয়ার্ড মোহামেদ মুনতারি। জমে ওঠে ম্যাচ। তবে ৮৪তম মিনিটে আরও এগিয়ে যায় সেনেগাল। সতীর্থের পাস ডি-বক্সে পেয়ে কাটব্যাট করেন এলিমানে এনদিয়াই। তার থেকে বল পেয়ে পেনাল্টি স্পটের কাছাকাছি থেকে শটে বল জালে পাঠান আরেক ফরোয়ার্ড বাম্বা দিয়েং। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেনেগাল।