শাহ সুৃমনঃ বানিয়াচংয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক ও জুয়া বন্ধের জন্য থানা পুলিশের সাঁড়াশি অভিযানের ভূয়সী প্রশংসা করেন বক্তারা। এছাড়াও মাদক কারবারি ও জুয়ারিদের অপতৎপরতা রুখে দিতে থানা পুলিশের অভিযান জোরদার করার জন্য বক্তারা বলেন। বিশ্বখ্যাত ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করে সেখানে রামনাথ বিশ্বাস পাঠাগারের নামে সাইনবোর্ড স্থাপন করায় ধন্যবাদ জানানো হয়।
স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি, অফিসার ইনচার্জ, সাংবাদিক, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সকল সদস্যবৃন্দ ও এই আন্দোলনকে যারা সমর্থন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন বক্তারা।
মংগলবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি,বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান, আহাদ মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল, ইমাম সমিতির সভাপতি মুফতী আতাউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলী সরকার, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, সাংবাদিক শিব্বির আহমেদ আরজু, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, আরফান উদ্দিন, আনোয়ার হোসেন, এরশাদ আলী, ফরিদ আহমেদ, মাসুদ আহমেদ কোরাইশী মক্কী, সাদেকুর রহমান, শেখ মিজান, নাসির উদ্দীন চৌধুরী প্রমুখ।