মিনহাজ দিপু, খুলনা প্রতিনিধিঃ কয়রা উপজেলার বাগালী ইউনিয়নে গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীদের সম্পূর্ণ বিনামূল্যে ভালনারেবল উইমেন বেনিফিট-ভিডব্লিউবি (পূর্বে ভিজিডি কর্মসূচী) এর অনলাইন রেজিষ্ট্রেশন প্রদানের লক্ষ্যে তথ্যআপাদের ফ্রী ক্যাম্প কার্যক্রম প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল১০ থেকে বেলা ২ টা পর্যন্ত উপজেলার বাগালী ইউনিয়ন পরিষদের কক্ষে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন তথ্যআপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পটি গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীর দৈনন্দিন সমস্যা সমাধানে কাজ করছে এ উপলক্ষে আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে কয়রা উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ইসকিতা আফরিনের সভাপতিত্বে ও কয়রা উপজেলা তথ্য সেবা সহকারী জেসমিন আক্তারের পরিচালনায় উক্ত অনুষ্ঠানটি করা হয়।
এ সময় কয়রা উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ইসকিতা আফরিন বলেন, সুবিধা বঞ্চিত নারীদের সম্পূর্ণ বিনামূল্যে আমরা অনেক সুবিধা দিয়ে থাকি।তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা প্রদান,চাকুরির আবেদন পত্র পূরণ,ভর্তি পরিক্ষার ফলাফল,বিভিন্ন পরিক্ষার ফলাফল,ই-মেইল,ম্যাসেঞ্জার,স্কাইপির সাহায্যে যোগাযোগ,মহিলাদের ডায়াবেটিস পরিক্ষা,রক্তচাপ পরিক্ষা, তাপমাত্রা পরিক্ষা,ওজন মাপা ইত্যাদি। তিনি আরও বলেন এই সব প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে এগিয়ে যাচ্ছে দেশ।তথ্যআপা কার্যক্রমের মাধ্যমে বেকারত্ব কমিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে গ্রামীণ নারী।