November 24, 2024, 8:27 am
সর্বশেষ:
বান্দরবানে নৌকা বাইচ প্রতিযোগীতার মাধ্যমে শুরু হলো সপ্তাহব্যাপী ক্রীড়া মেলা Shael Oswal’s Romantic Anthem “Rabba Kare” Mesmerizes Audiences Worldwide কয়রায় খাস জমিতে ভবন নির্মাণ, ব্যবস্থা নেয়নি প্রশাসন ১৭ বছর বাড়িতে ঘুমাতে পারিনি: আমির খসরু বান্দরবানে পর্যটকদের বিনোদনে চালু হচ্ছে ছাদখোলা বাস বান্দরবানে দু:স্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন ও ভাতা প্রদান শহীদ আব্দুল্লাহর পরিবারকে আর্থিক সহযোগীতা করলেন যশোরের পুলিশ সুপার প্রথমবারের মতো বান্দরবানে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ক্রীড়া মেলা কুয়াকাটায় ২৭ ঘন্টা পরে মিললো পাবলিক টয়লেট থেকে এক ব্যক্তির লাশ এসএস পাওয়ার প্ল্যান্ট ইস্যুঃ গন্ডামারা ইউনিয়নের ঐক্যবদ্ধ ছাত্র জনতার মানববন্ধন

হোমিওপ্যাথি ঔষধ খাচ্ছেন, নিয়ম মানছেন তো?

  • Last update: Thursday, June 11, 2020

বাংলা এক্সপ্রেস ডেস্ক: বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কোভিড ১৯ এর রোগীরা হোমিওপ্যাথি মেডিসিন গ্রহণে সুস্থ হচ্ছেন। তবে কোভিভ 19 প্রতিরোধের জন্য হোমিওপ্যাথিক ঔষধ আর্সেনিকাম অ্যালবাম 30 খাওয়ার ব্যাপারে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরী হচ্ছে । তারা 1 Drum, 10 ML , 15 ML , 20 ML, 30 ML , 100 ML আর্সেনিকাম অ্যালবাম 30 Seal Pack কিনছে খাওয়ার জন্য। শুধু আর্সেনিক নয় অন্যান্য হোমিও ঔষধের ক্ষেত্রেও একই বিষয় দেখা যাচ্ছে।। এর জন্য অনেক সমস্যা তৈরী হতে পারে। পক্ষান্তরে ঔষধের সংকট তৈরি হবে।যেহেতু হোমিওপ্যাথিক ঔষধে ৯০ শতাংশ এ্যালকোহল থাকে, তাই এভাবে ঔষধ কিনে বেশি মা্ত্রায় খাওয়ার ফলে নেশার সৃস্টি হতে পারে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য আর্সেনিক অ্যালবাম ৩০ খালি পেটে এক ডোজ করে তিন দিন খেতে হবে। একমাস পর করোনা ভাইরাসের সংক্রমণের প্রকোপ থাকলে একই ডোজ অর্থাৎ আর্সেনিক অ্যালবাম ৩০ খালি পেটে এক ডোজ করে তিন দিন পুনরায় খেতে হবে ।
সুতরাং আর্সেনিক অ্যালবাম ৩০ এক ডোজ করে ব্যবহার করার কথা বলা হয়েছে । নির্দিষ্ট পরিমাণ হোমিওপ্যাথিক ঔষধ যখন নির্দিষ্ট পরিমাণ কোনো Vehicles এর সঙ্গে যুক্ত করা হয় তখন ঔষধটিকে dosage form বলে এবং ঔষধটি ব্যবহারের উপযুক্ত হয় । হোমিওপ্যাথিতে খাওয়ার জন্য যে ঔষধ তৈরী করা হয় তার জন্য Vehicles ব্যবহার করা হয় তা হল Globules / Sugar of Milk / Cones / Pellets / Tablet / Purified water ( Deionised and distilled water) । যে Seal pack ঔষধ দোকান থেকে কিনে এনে সরাসরি ব্যবহার করছেন এটি dosage form থাকে না তা কিন্তু ব্যবহারের উপযুক্ত নয় । কারণ ওষুধটি Vehicles এর সাথে যুক্ত করা হয়নি । যারা বলছেন আর্সেনিকাম অ্যালবাম 30 এক থেকে পাঁচ ফোঁটা অথবা জলে মিশিয়ে খাওয়ার উপদেশ দিচ্ছেন তা সম্পূর্ণ ভুল । হোমিওপ্যাথিক ঔষধের dosage form এ কিভাবে তৈরী করতে হবে তার নিয়ম অর্গানন অফ মেডিসিনের 6th Edition এর Aphorism 270 এর footnote এ এবং Aphorism 272 বলা আছে যা একজন Registered Homoeopathic Physician ও Registered Homoeopathic Pharmacist জানে ।
আর্সেনিক অ্যালবাম ৩০ সরাসরি কোভিড 19 কে প্রতিরোধ করে না । এই ঔষধটি গ্রহণ করলে আপনার শরীরের প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় । যার ফলে কোভিড 19 এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে । কোভিড 19 আক্রান্ত হলেও সেটি তীব্র আকার ধারণের সম্ভবনা কম থাকে।

এই ঔষধটি অনেকেই দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন দোকান থেকে কিনে এর ফলে এই ঔষধটির লক্ষন আপনার শরীরের মধ্যে দেখা দেবে । যেটি হোমিওপ্যাথিতে বলা হয় Drug proving ।
এত বেশী পরিমাণ আর্সেনিকাম অ্যালবাম 30 seal pack 100 ML , 450 ML কিনে ব্যবহার করছেন । একবারে অনেক বেশী পরিমাণ আর্সেনিকাম অ্যালবাম 30 খেয়ে নিলে Alcohol toxicity ও পার্শ্ব প্রতিক্রিয়া হতে বাধ্য । কারণ Potentised medicine এ 91% অ্যালকোহল থাকে । যা একবারে বেশী পরিমাণ ব্যবহার করলে মৃত্যু পর্যন্ত হতে পারে । মাঝে মাঝে খবরের শিরোনামে উঠে আসে হোমিওপ্যাথি ঔষধ ব্যবহার করে নেশা করতে গিয়ে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে।

আপনি যদি কোনো হোমিওপ্যাথিক ঔষধ গ্রহণ করেন তা হলে হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই হোমিওপ্যাথিক ঔষধ গ্রহণ করুন । কারণ আপনার গ্রহণ করা ঔষধটির সাথে আর্সেনিকাম অ্যালবামের Inimical ( শত্রুভাবাপন্ন) , Antidote (প্রতিষেধক) সম্পর্ক থাকে তাহলে সমস্যা তৈরী হবে ।
সুতরাং সকল জনগণ রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে হোমিওপ্যাথিক ঔষধ গ্রহণ করুন । কোনো হাতুড়ের পরামর্শে হোমিওপ্যাথিক ঔষধ খাবেন না । প্রেশক্রিপশন ছাড়া দোকান থেকে হোমিওপ্যাথিক ঔষধ বিক্রি বন্ধ হোক । কারণ যেভাবে জনগণ হোমিওপ্যাথিক ঔষধ কিনে খাচ্ছে তাতে পার্শ্ব প্রতিক্রিয়া হতে বাধ্য । যারা মনে করেন হোমিওপ্যাথিক ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই ধারণা ভুল । সঠিক মাত্রায় সঠিক হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহার করলে তখন হোমিওপ্যাথিক ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না কিন্তু ভুল হোমিওপ্যাথিক ঔষধ অধিক মাত্রায় ব্যবহার করলে সাংঘাতিক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে ।

ডাঃ চঞ্চল কুমার বিশ্বাস
ডি,এইচ,এম,এস (ঢাকা) গভঃ রেজিঃ নং ২৫৫২৩ বি এস এস (অনার্স), এম এস এস (রা.বি)
প্রভাষক, ডাঃ দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC