আব্দুল ওয়াহাব,লোহাগাড়া চট্টগ্রামঃ শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি অভিভাবকদের সচেতন করার লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মাইজবিলা রহমানিয়া মহিলা(দাখিল) মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও দুই শিক্ষকে বিদায় এবং নবাগত শিক্ষকদের বরণ অনুষ্ঠিত হয়েছেন।
শনিবার (১২ নভেম্বর) সকালে মাদ্রাসার হল রুমে মাদ্রাসার পরিচালনা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে পরিচালনা কমিটির সভাপতি আব্দুল জব্বার চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আক্তার হোসেন, গ্রন্থাগারিক (১ম শ্রেণিক গেজেটড কর্মকতা) চট্টগ্রাম কলেজে।
বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন,মাওলানা হেলাল উদ্দীন সহ-সুপার চরম্বা জামেউল উলম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। মাষ্টার নাজিম উদ্দীন, বি জি সেনারহাট উচ্চ বিদ্যালয়।মাওলানা গোলাম রসূল, সিনিয়ার শিক্ষক পদুয়া এ সি এম উচ্চা দিব্যালয়,আবদুল মজিদ গ্রন্থাগারিক বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের বক্তব্য রাখেন এন.এ.নাজিম উদ্দীন প্রতিষ্ঠাতা মাইজবিলা অলি আহমদ বীর বিক্রম উচ্চা বিদ্যালয়,ড.শহিদুল ইসলাম, প্রাক্তন ছাত্র আব্দুল ওয়াহাব,আক্তার উদ্দীন,বিদায় সুপার অত্র মাদ্রাসা মাওলানা রাশেদুল হব,ও মামুনর রশিদ সিনিয়ার শিক্ষক।
সমাবেশে মাদ্রাসার পরিচালনা কমিটি সদস্য এবং শিক্ষক-শিক্ষিকা অভিভাবক-অভিভাবিকাবৃন্দরা উপস্থিত ছিলেন।