সংযুক্ত আরব আমিরাতে বৃষ্টির জন্য নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) দেশটির প্রেসিডেন্টে শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের আহ্বানে রাষ্ট্রীয়ভাবে জুমার নামাজের পর সালাতুল ইস্তিসকা বা বৃষ্টির নামাজ অনুষ্ঠিত হয়।
শারজায় ১২ঃ৪০ মিনিটে এবং অন্যান্য প্রদেশের মসজিদে ১ঃ৩০ মিনিটে বৃষ্টির নামাজ আদায় করা হয়। এতে জুমায় আগত মুসল্লিরা নামাজ আদায় করেন৷
আমিরাতে শীতের মৌসুমে বৃষ্টি হলেও এবছর গরম চলে গেলেও এখনো বৃষ্টি নামেনি। তাই বৃষ্টি চেয়ে আরব ও মুসলিম সংস্কৃতির অংশ হিসেবে বিশেষ নামাজের আহ্বান করেন রাষ্ট্রপতি।
মুহাম্মদ (সা.) গরমের প্রচণ্ড তাপদাহ থেকে বাঁচতে ও বৃষ্টির জন্য নামাজ আদায় করতে বলেছেন। এ নামাজকে সালাতুল ইস্তিসকা বলা হয়। ইস্তিসকা এর অর্থ পানি প্রার্থনা করা। অনাবৃষ্টিতে খুব বেশি কষ্ট হলে সব মুসল্লিদের নিয়ে একত্রে খোলা মাঠে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়।