তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে ৪ মাদকসেবি গ্রেফতার হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় এর দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে পুলিশের একটি দলের সহযোগিতায় গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজনগরের ৬নং টেংরা ইউপির অর্ন্তগত মাথিউড়া চা বাগানের ১নং লাইন্স মাথিউড়া চা বাগাই শিব মন্দিরের সামনে মদ্যেপ অবস্থায় মাতলামি করে অশালীন আচরণ করছিল ঐ সময় আসামী উপজেলার ইলাসপুর গ্ৰামের মৃত রহমত উল্লাহ পুত্র মোঃ জলিল মিয়া (৩৫), একই গ্রামের মৃত মোঃ লুনু মিয়ার পুত্র মোঃ আখাই মিয়া (৩৫), দক্ষিন দাসপাড়ার মৃত বারিন্দ্র ঘোষের পুত্র বিকাশ ঘোষ (৩৫) ও ইলাশপুর গ্ৰামের মৃত সোনাহার মিয়ার পুত্র মীর মোঃ আলমকে মাতাল অবস্থায় গ্ৰেফতার করে। আটককৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের পূর্বক আজ শুক্রবার (১১ অক্টোবর) আদালতে প্রেরণ করা হয়।
এই বিষয়ের সত্যতা নিশ্চিতে রাজনগর থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায়ের সাথে যোগাযোগ করলে তিনি তা নিশ্চিত করেন এবং মাদকের বিরুদ্ধে সব সময় আমরা সচেষ্ট এবং অভিযান সব সময় থাকবে বলে জানান তিনি।