নারায়ণগঞ্জের গতকাল ঘূর্ণিঝড় সিত্রাংয়ে সোনারগাঁয়ে বিদ্যুতের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। ঝড়ের তান্ডবে বিদ্যুতের খুটি পড়েছে তার ছিড়ছে অনেক স্থানে আবার বিদ্যুতের মিটার পুড়ে গেছে ফলে গতকাল সন্ধ্যা থেকে সোনারগাঁয়ে বেশীর ভাগ স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এদিকে বিদ্যুৎ বিভাগ গতকাল রাত থেকে এসব সমস্যা সমাধান করতে একাধিক টিম বিভিন্ন স্থানে বিভক্ত হয়ে কাজ করছে। ফলে সোনারগাঁ উপজেলার উদ্ধবগঞ্জ ও মোগরাপাড়ার চৌরাস্তার কিছু এলাকা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পেরেছে।
সোনারগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি সোনারগাঁ জোনাল প্রকৌশলী খালেদ আবদুল্লাহ জানান, গতকালের ঝড়ের তান্ডবে আমাদের বিদ্যুতের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার ৬০টি স্থানে ঝড়ে গাছ উপড়ে গিয়ে বিদ্যুতিক তারের উপর পড়ে তার ছিড়ে গেছে কোথায় আবার তারের খুটি পড়ে গিয়ে তার ছিড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। অনেক জায়গায় বিদ্যুতের মিটার জ্বলে গেছে।
গতকাল রাত থেকে আমরা উপজেলার বিভিন্ন স্থানে আমাদের লোকজন বিদ্যুৎ স্বাভাবিক করার জন্য কাজ করছে। আমরা সকাল ১০টার দিকে হাসপাতাল, থানা এলাকায় ও মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় কাজ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করেছি। এখন কাজ করছি সারা সােনারগাঁয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পুরো দিন লেগে যাবে।