জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাঁর দল এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে। তিনি বলেন, ইভিএমের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন যে সম্ভব না, তা নির্বাচন কমিশনও স্বীকার করেছে।
রংপুর মহানগর জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য আজ রংপুর যান পার্টি চেয়ারম্যান জিএম কাদের। দুপুরে তিনি পল্লীনিবাসে দলের সাবেক চেয়ারম্যান এইচ এম এরশাদের কবর জিয়ারত করে। পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।
এ সময় জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু, সাবেক মন্ত্রী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির সহ কেন্দ্রিয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে মহানগর জাতীয় পার্টির সম্মেলনে যোগ দেবেন জি এম কাদের।