বাসুদেব বিশ্বাস, বান্দরবান: কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে এসে বান্দরবানে বিভিন্ন বাগানে কাজ শেষে আবার ফেরত যাওয়ার পথে ১১রোহিঙ্গাকে আটক করেছে বান্দরবান সদর থানা পুলিশ।
সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বান্দরবান পৌরসভার ৩নং ওয়ার্ডের কালাঘাটা বড়ুয়ার টেক এলাকা থেকে অভিযান পরিচালনা করে পুলিশ তাদের আটক করে।
বান্দরবান সদর থানার পুলিশ জানায়,গত ১০ দিন আগে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলি ইউনিয়নের একটি বাগানে দৈনিক চারশত টাকা মজুরিতে কাজ শুরু করে ১১ রোহিঙ্গা। সোমবার বিকেলে কাজ শেষ করে তারা একটি ট্রাকে করে চট্টগ্রামের সাতকানিয়া থানার কেরানীহাট এলাকায় যাওয়ার পথে বান্দরবান পৌরসভার ৩নং ওয়ার্ডের কালাঘাটা বড়ুয়ার টেক এলাকায় সদর থানা পুলিশ ট্রাক তল্লাশি করে তাদের আটক করে।
আটককৃতরা সকলেই মিয়ানমারের নাগরিক এবং কক্সবাজরের বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহীদুল ইসলাম জানান, পৌর এলাকার বড়ুয়ার টেক এলাকা ১১রোহিঙ্গাকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।