তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে নির্মাণাধীন ঘরের ছাদ থেকে পড়ে গুরুতর আহত নির্মাণ শ্রমিক আফজল হোসেন মনা (২৮) মৃত্যু বরণ করেন।
আজ সোমবার ভোরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আফজল হোসেন মনা জয়চন্ডী ইউনিয়নের রামপাশা গ্রামের মৃত মো. জহির মিয়ার একমাত্র ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, উপজেলার রামপাশা গ্রামের আজেফর মিয়ার বাড়িতে গত শনিবার ছাদ ঢালাইয়ের কাজ চলাকালে অসাবধানতাবশত পা পিছলে পড়ে যান নির্মাণকাজে থাকা আফজল হোসেন মনা। এতে তিনি মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কতব্যরত ডা: সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উপজেলার জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহবুব মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আফজল হোসেন মনার। এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ দাফনের উদ্যোগ নেওয়া হয়েছে।