তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমির ৫ দিনব্যাপি নৃত্য কর্মশালা উদ্বোধন করা হয়েছে।
মণিপুরী ললিতকলা একাডেমি ২০২২/২৩ অর্থবছরে পাঁচ দিনব্যাপী এই নৃত্য কর্মশালা আয়োজন করে।
আজ বুধবার (১৯ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় একাডেমির প্রশিক্ষণ কক্ষে একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ এর সভাপতিত্বে ও নাট্য প্রশিক্ষক শুভাশিস সিনহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে ছিলেন মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ কর্মশালার উদ্বোধন করেন।
অন্যান্য অতিথিরা উস্তাদ কুঞ্জ সিংহ, কলকাতা সাংবাদিক নির্মল এস পলাশ নৃত্য প্রশিক্ষক কঙ্কনা সিং মণিপুরী নৃত্যশিল্পী ও পরিচালক, মণিপুরী নৃর্তনাঙ্গন, কলকাতা, ভারত। মণিপুরী ললিতকলা একাডেমির প্রশিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বয়সের প্রায় ২৫ জন নৃত্যশিল্পী অংশগ্রহণ করছেন।