আবু তালহা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনের আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৬ আগষ্ট) সকাল ১১ ঘটিকায় জেলার সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে উক্ত ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করেন দেশবরেণ্য চিকিৎসক ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
অত্র কলেজের অধ্যক্ষ টি. এম. সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্খিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদার, জেলা মহিলা আ’লীগের সম্পাদক হাসনা হেনা, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: সুলতান মাহমুদ, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ শরীফ উস সাঈদ।
আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা আ’লীগের সম্পাদক নুরুল ইসলাম সজল, পৌর আ’লীগের সভাপতি হেলাল উদ্দীন, সম্পাদক সেলিম আহমেদ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উদ্দীন, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, পৌর ছাত্রলীগের সম্পাদক রবিউল ইসলাম রুবেল প্রমুখ।
এছাড়াও কলেজের ম্যানেজিং কমিটির সদস্যগণ, কলেজ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, খেলা পরিচালনা কমিটি, কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীগণ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই কলেজ কর্তৃপক্ষ আগত অতিথিদের বরণ করে নেয়। এরপর জাতীয় সঙ্গীতের সাথে তাল মিলিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিগণ। কলেজের দর্শন বিভাগ ও পদার্থ বিজ্ঞান বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।
টান টান উত্তেজনাময় খেলাতে পুরো কলেজ শিক্ষার্থীদের সক্রীয় অংশগ্রহণে মুখরিত ছিল। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা করেছিল নানামুখী আয়োজন। কলেজের বিএনসিপি শাখা দেখিয়েছে তাদের মতো করে প্রদর্শনী।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাবিবে মিল্লাত বলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজ উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় প্রতিষ্ঠান। কলেজের শিক্ষার্থীরা মাদক থেকে দূরে থাকবে এটাই প্রত্যাশা। প্রতিবছর এরকম বড় ফুটবল খেলার আয়োজন হবে ইনশাআল্লাহ।