
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ৪’শ পিচ ইয়াবাসহ নুরুল আমিন ওরফে সরোয়ার (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১১ অক্টোবর) দিবাগত রাত ১১ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের মধ্য পাতরাইল এলাকায় অভিযান চালায় ভাঙ্গা থানা পুলিশ। এসময় ৪০০ পিচ ইয়াবাসহ নুরুল আমিন ওরফে সরোয়ার নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। নুরুল আমিন কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী শিলাপাড়া এলাকার সাব্বির আহমেদের ছেলে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত নুরুল আমিনের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের শেষে বুধবার সকালে তাকে ফরিদপুরের কোর্টে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভাঙ্গা থানার পুলিশের এ কর্মকর্তা।