কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে মনিষা রানী (৮)নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত শিশু উপজেলার চাকিরপশার ইউনিয়নের রতিরাম কমলঝাঁ গ্রামের মিলন রায়ের মেয়ে।
জানা গেছে,উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মুসরুৎ নাখেন্দা গ্রামের শিবেন চন্দ্র রায় নানা বাড়ীতে বেড়াতে আসে মনিষা রানী। সকলের অজান্তে রোববার দুপুরে খেলতে যায়, এ সময় বাড়ীর পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায় সে। শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পায়।পরে তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুকুর থেকে লাশ উত্তোলন করে।
এব্যাপারে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মোঃ জাহিদ হাসান।কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।
Drop your comments: