ঢাকার দোহারে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হয়েছেন এক সাংবাদিক।
আহত ওই সাংবাদিকের নাম শরীফ হাসান। তিনি দৈনিক আজকের পত্রিকার দোহার উপজেলা প্রতিনিধি ও স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ ৩৯-এর স্টাফ রিপোর্টার।
মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার জয়পাড়া কলেজের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শরীফ হাসান বলেন, জয়পাড়া কলেজে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী একটি ছেলেকে মারধর করছে- এমন খবর পেয়ে সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যাই। এ সময় ছবি তুলতে গেলে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্তসহ কয়েকজন আমার মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং মারধর করেন। সাংবাদিক পরিচয় দেওয়ার পর তারা ক্ষিপ্ত হয়ে মারধরের মাত্রা আরও বাড়িয়ে দেন। তারা আমাকে কিল-ঘুসি ও লাথি মারেন। খবর পেয়ে আমার সহকর্মীরা এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
দোহার প্রেস ক্লাব সভাপতি কামরুল হাসান বলেন, জয়পাড়া কলেজের সামনে একটি ছেলেকে মারধরের ছবি তুলতে গেলে ছাত্রলীগ নেতাকর্মীরা শরীফকে মারধর ও লাঞ্ছিত করেন। বর্তমানে তিনি দোহার সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে দোহার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উদয় হোসেন বলেন, আমি একটি মিটিংয়ে ছিলাম। মূল ঘটনা জানার চেষ্টা করছি।
দোহার থানার ওসি মোস্তফা কামাল বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।