হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধিন আছেন। পিত্তথলিতে পাথর হওয়ায় চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তার একটি অপারেশন করা হবে।
সোমবার (১০ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হেফাজত।
আমিরে সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন হেফাজতের মহাসচিব শায়েখ সাজিদুর রহমান। তিনি বলেন, ‘বাংলাদেশের আলেম সমাজের মুরব্বি শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। আমরা উনার পূর্ণ সুস্থতার জন্য দেশ-বিদেশের সব দ্বীনদার মুসলমানদের কাছে দোয়া চাই।’
Drop your comments: