তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে কুলাউড়া থানা। গতকাল রোববার (৯ই অক্টোবর) জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় গত সেপ্টেম্বর মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার ঘোষণা করা হয়।
পুরস্কার হিসেবে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেকের হাতে ক্রেস্ট তুলে দেন উক্ত সভার সভাপতি জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
জানা যায়, গত সেপ্টেম্বর মাসে অভিন্ন মানদণ্ডের আলোকে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা ও সাজা পরোয়ানা তামিল, ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ডাকাতদল গ্রেপ্তার, চোরাই গরুসহ পিকআপ গাড়ি উদ্ধার, ভিকটিম উদ্ধারসহ কুলাউড়া থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার নিমিত্তে মৌলভীবাজারের শ্রেষ্ঠ থানা হিসেবে কুলাউড়া থানাকে নির্বাচিত করা হয়।
এছাড়াও কুলাউড়া থানার এসআই মো. আনোয়ার মিয়া ও এএসআই মো. নাজমুল হাসানকে জেলার শ্রেষ্ঠ এসআই এবং এএসআই হিসেবে নির্বাচিত করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন ও ফাইন্যান্স) হাসান মোহাম্মদ নাসের রিকাবদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর প্রমুখ।
জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগন ও অন্যান্য সদস্যগন।