গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে ১২ই রবিউল আউয়াল রামাতুল্লিল আলামিন নবী (সাঃ) এর শুভাগমন উপলক্ষে পবিত্র জশ্নে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও আলোচনা সভা এবং দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
আহলে সুন্নাতওয়াল জামাত উপজেলা শাখার আয়োজনে রোববার সকালে পবিত্র জশ্নে জুলুছ বের হয়ে বরিশাল-ঢাকা মহাসড়কসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাউছিয়া মাদ্রাসা মাঠে শেষ হয়। শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন আহলে সুন্নাতওয়াল জামাত জেলা সভাপতি এসএম আব্দুর রব, সাধারন সম্পাদক সিকদার মামুন, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ¦ আনোয়ার হোসেন মিয়া, আলহাজ মোঃ বাবুল হাওলাদারসহ অন্যান্যরা।
অপর দিকে আহলে সুন্নাতওয়াল জামাত বরিশাল জেলা শাখার আয়োজনে শনিবার রাতে গাউছিয়া মাদ্রাসা জামে মসজিদ কমপ্লেক্সে জেলা সভাপতি এসএম আব্দুর রব এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন টরকী বন্দর আদর্শ জামে মসজিদের পেশ ঈমাম ও খতিব মুফতি মোঃ আবু বকর বিন হোসাইন আজমী। এতে অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আনোয়ার হোসেন মিয়া, মোঃ বাবুল হাওলাদার। আলোচক ছিলেন আল মদিনা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, গাউছিয়া জামে মসজিদের খতিব মাওলানা আল আমীনসহ আরো অনেকে।