আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন দুর্গাপুজামন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার।
সোমবার (৩ অক্টোবর) দুপুরে আওয়ামী লীগ অফিসে ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেনের পক্ষে ভোটারদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। বিভিন্ন পূজামন্ডব কমিটির সদস্যদের সাথে কথা বলে খোঁজখবর নেন।
এ সময় তার সাথে ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটি সদস্য তৌহিদুর রহমান (মুক্ত),আলফাডাঙ্গা উপজেলার সাবেক যুবলীগের সভাপতি আহসান উদ্ দৌলা রানা, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারন সম্পাদক, ৬ নং ওয়ার্ড কমিশনার উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি- মিজানুর রহমান মিজান,যুবলীগের আহবায়ক কমিটি সদস্য খন্দকার বকুল( জয় ববুল),সাবেক ছাত্র লীগের সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ ডালিম,৮নং ওয়ার্ড কমিশনার, মেয়র প্রার্থী আলী আকসাদ ঝন্টুসহ দলীয় নেতাকর্মী।
লিয়াকত সিকদার বলেন, “ধর্ম যার যার উৎসব সবার” আমরা যুগ যুগ ধরে সবাই মিলে মিশে এই উৎসব পালন করে আসছি, তাদের যে কোন প্রয়োজনে আমরা তাদের পাশে ছিলাম, আছি,এবং ভবিষ্যতে থাকবো। স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন,আমরা সবাই মিলেমিশে তাদের পাশে থেকে সহযোগিতা করবো।