ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সংযুক্ত আরব আমিরাতগামী এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে ফ্লাইটটি অবতরণ করে।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ফ্লাইটের যাত্রী ও ক্রুরা নিরাপদে আছেন।
তিনি বলেন, ‘শাহজালাল থেকে উড্ডয়নের পর যশোরের আকাশসীমায় পৌঁছালে এয়ারবাস-৩২০ এর পাইলট উড়োজাহাজের ইঞ্জিনের সমস্যার কথা উল্লেখ করে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেন। পাইলট শাহজালালে ফিরে এসে জরুরি অবতরণ করতে চান।’
তিনি আরও বলেন, ‘বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি অবতরণের জন্য সব ব্যবস্থা নেয়।’
Drop your comments: