আব্দুল ওয়াহাব, লোহাগাড়া চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যখন আমরা স্বাধীন হয়েছিলাম তখন ছিলাম আমরা বাঙ্গালী, বাঙ্গালী বলতে বুঝাই সব ধর্মের লোককে। বঙ্গবন্ধু যেভাবে চেয়েছিলেন বাংলাদেশকে একটি সম্প্রীতির দেশ গড়তে সেভাবে আমরা হিন্দু, মুসলিম,বৌদ্ধ, খৃষ্টান সকল ধর্মের লোক মিলেমিশে বসবাস করবো। ধর্ম যার-যার উৎসব সবার, তাই আমাদের যেসব উৎসব আসবে তা সকলেই বরণ করবো। আমরা যারা জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজন আছি সবাই মিলে আপনাদের নিরাপত্তায় নিয়োজিত থাকবো। আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো। কোন অপশক্তি আপনাদের ক্ষতি করতে পারবেনা। যদি কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে তাহলে আমরা মিলেমিশে শক্ত হাতে তা আইনী ভাবে মোকাবেলা করবো।
সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যায় লোহাগাড়া উপজেলার আমিরাবাদ সুখছড়ি সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দির ও কলাউজান মহাজন বাড়ীর পূজামণ্ডপ সহ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। ওই সময় নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করার জন্য থানার অফিসার ইনচার্জকে নির্দেশনা প্রদান করেন তিনি। এছাড়াও ওই সময় তিনি বিভিন্ন পূজামণ্ডপে ফলের ঝুড়ি উপহার দেন এবং পূজামণ্ডপে হত-দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরন করেন।
পরিদর্শনকালে সাথে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মুহাম্মদ পারভেজ,সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান প্রমুখ।
এছাড়াও উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্ঠা শ্রী নিবাস দাশ সাগর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ডাঃ রিটন দাশ,আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম ইউনুচ, প্যানেল চেয়ারম্যান আলী আক্কাস, আমিরাবাদ ৯নং ওয়ার্ড ইউপি সদস্য এরশাদুজাম্মান,সুখছড়ি সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি শিমুল দাশ, সাধারণ সম্পাদক নিউটন চক্রবর্তী,অর্থ সম্পাদক রবি দাশসহ দূর্গা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।