আব্দুল ওয়াহাব, লোহাগাড়া চট্টগ্রামঃ সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুৃয়া’র পক্ষ থেকে লোহাগাড়া উপজেলায় ৬৯টি পুজামণ্ডপ ও বৌদ্ধ বিহারে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
আজ(১লা অক্টোবর) শনিবার বিকালে লোহাগাড়া উপজেলা পাবলিক হল রুমে এসব আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা হিন্দু,বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি,লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান।
উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুভাষ চন্দ্র নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান,দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া,সাংসদের একান্ত সচিব, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী এরফানু্ল করিম চৌধুরী,লোহাগাড়া উপজেলা হিন্দু,বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাস্টার গোপাল কান্তি বড়ুয়া, লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রসেনজিৎ পাল,সাধারণ সম্পাদক মাস্টার নরেন দাশ, সহ-সভাপতি, বিশিষ্ঠ দানবীর, লোহাগাড়া জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ রিটন দাশ,লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মাস্টার সলিল কান্তি বড়ুয়া,বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা,শিক্ষাবিদ সুজিত পাল, উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাস্টার রিটন বিশ্বাস, সাবেক মেম্বার শিবুরঞ্জন পাল,সাবেক মেম্বার মৃণাল কান্তি মিলন, যুবলীগ নেতা মুুহাম্মদ বেলাল, যুবণীগ নেতা মুুহাম্মদ সেলিম উদ্দিন প্রমুখ।
আর্থিক অনুদান পেয়ে প্রধামন্ত্রীসহ ব্যারিষ্টার বিপ্লব বড়ুৃয়া প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।