![IMG-20200607-WA0046.jpg](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/06/IMG-20200607-WA0046.jpg)
বাংলা এক্সপ্রেস ডেস্কঃ করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে আন্তর্জাতিক রুটে বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ থাকায় শুধু ব্রিটেন ও আমেরিকার অন্তত দশ হাজার প্রবাসী দেশে দীর্ঘদিন ধরে আটকা পড়েছেন। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বিপুল সংখ্যক যাত্রীও গন্তব্যে ফেরার অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।
ব্রিটেনসহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে লকডাউন শিথিল করা হলেও শুধু বাণিজ্যিক বিমান চলাচল না থাকায় গন্তব্যে ফিরতে পারছেন না বহু প্রবাসী। তারা চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন।
লকডাউনে আটকে পড়া প্রবাসীরা চরম ভোগান্তিরও শিকার হচ্ছেন। এভিয়েশন নিউজের ফেসবুক পেজে আটকে পড়া প্রবাসীরা অনুরোধ করছেন মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে আরও কয়েকটি চার্টার্ড ফ্লাইট পরিচালনার জন্য।
ব্রিটেন-বাংলাদেশ রুটে ফ্লাইট পরিচালনাকারী ইত্তেহাদ, এমিরাত, টার্কিশ এয়ারলাইন্সের পর সর্বশেষ গত ২৯ মার্চের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও এই রুটে ফ্লাইট বন্ধ করে দেয়। এতে করে প্রায় পাঁচ হাজার ব্রিটিশ নাগরিক ও দেশটির রেসিডেন্স পারমিটধারী স্থায়ী বাসিন্দা বাংলাদেশে আটকা পড়েন।
বাংলাদেশ থেকে এ পর্যন্ত ১২টি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়েছে আটকে পড়াদের ফিরিয়ে নেওয়ার জন্য। তবে এখনও দেশে রয়ে গেছেন প্রায় তিন হাজার। ব্রিটেনে স্বজনদের রেখে দেশে উদ্বিগ্ন অবস্থায় গৃহবন্দি অবস্থায় দিন কাটছে তাদের। ফিরতে না পারায় ব্রিটিশ সরকারের ঘোষিত নাগরিকদের জন্য আর্থিক সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন তারা।
মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের বহু প্রবাসী যারা ছুটিতে দেশে এসেছিলেন তারা আন্তর্জাতিক রুটে বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ থাকায় রয়েছেন চাকরি হারানোর ঝুঁকিতে ।