প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
বৃহস্পতিবার (২৯শে সেপ্টেম্বর) ভার্জিনিয়ার ম্যাকলেন টাইসন্স কর্নার রির্টজ কার্লটন হোটেলে প্রধানমন্ত্রীকে নেতাকর্মীরা জন্মদিনের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী আন্তরিকভাবে তাদের কথা শোনেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দেন। এ সময় মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগ, মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগ, মেট্রো ওয়াশিংটন মহিলা আওয়ামী লীগ, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ, কেন্দ্রীয় যুবলীগ, আসাফো নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন।
এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি নিজাম চৌধুরীসহ মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুন নবী, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসানসহ অন্যান্য অনেকেই সংগঠনের বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। প্রধানমন্ত্রী তার যুক্তরাষ্ট্রের সরকারি সফর শেষে আগামী ৪ অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।