কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের নব নিযুক্ত চেয়ারম্যান প্রফেসর মোঃ জামাল নাছের স্যার কে ‘কুমিল্লা পাঠশালা কলেজের’শিক্ষকবৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা পাঠশালা কলেজের সভাপতি আশরাফুল আলম রতন, অধ্যক্ষ মাহবুব মিয়াজী, সাবেক অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, ব্যবসায় শিক্ষার ইনচার্জ মোঃ মহিউদ্দিন, পরিক্ষা নিয়ন্ত্রক মোঃ আল-আমিন, হিসাব বিজ্ঞান প্রভাষক মোঃ হারুনুর রশিদ প্রমুখ।
প্রফেসর জামাল নাছের কুমিল্লার নবগঠিত উপজেলা লালমাই’র শিকারপুর গ্রামের ভাষা সৈনিক মো. তাজুল ইসলামের জেষ্ঠ্যপুত্র।
জামাল নাছের ২০১৫ সালে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ-পরিচালক হিসাব নিরীক্ষা পদে যোগদান করেন।পরে কলেজ পরিদর্শক পদে তিন বছর দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের মার্চে কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে তার পদায়ন হয়। কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে পদায়ন এর আগ পর্যন্ত তিনি কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেন।