আওয়ামী লীগ সরকার দেশের মানুষের তথ্য অধিকার নিশ্চিত করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে তথ্য অধিকার দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান। বলেন, সরকার মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাস করে। এজন্য তথ্য অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছে।
তথ্যমন্ত্রী আরও বলেন, রাষ্ট্র ও মানুষের ব্যক্তিগত গোপনীয় তথ্য দেয়া যায় না; সেগুলো আইন দ্বারা সুরক্ষিত। অনেক নিউজে দেখা যায় অনেকের ব্যক্তিগত গোপনীয় তথ্য প্রকাশ করা হয়। এটি কোনোভাবেই কাম্য নয়।
Drop your comments: