সোলায়মান হাসান, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার বারগাঁও বেরিবাদ এলাকা থেকে ২৭শে সেপ্টেম্বর রাত ১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা আওতাধীন তালতলা পুলিশ তথ্য কেন্দ্রর অফিসার ইনচার্জ জাকির রাব্বানীর নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে, সনজিত(৩২) পিতা: দিপক নামে একজন মাদক ব্যবসায়িকে ৯৫ পিছ ইয়াবা সহ আটক করে পুলিশ।
সনজিত ভারগাঁও বেরিবাদ এলাকার সেলুন ব্যবসায়ি। সেলুনের দোকানের টিসু বস্কের ভিতর থেকে ইয়াবা টেবলেট উদ্ধার করে পুলিশ। ২৮ শে সেপ্টেম্বর সকালে তাহাকে নারায়ণগঞ্জ জেলা আদালত প্রেরণ করা হয়। সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, সোনারগাঁও থানার বিভিন্ন স্থানে আমাদের পুলিশ বাহিনী মার্দক বিরুদ্ধে অভিযান চলমান আছে।
Drop your comments: