আব্দুল ওয়াহাব, লোহাগাড়া চট্টগ্রামঃ চট্টগ্রামের লোহাগাড়ায় ২মাদক পাচারকারীকে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছেন লোহাগাড়া থানা পুলিশ।
২৫সেপ্টেম্বর রাতে উপজেলার চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন বান্দরবান জেলা নাইক্ষ্যংছড়ি ঘুমধুম বালুখালি, ০৫নং ওয়ার্ড এলাকার জাফর আলম এর ছেলে নুরুল আমিন(২০)।রাঙ্গামাটি জেলা বাঘাইছড়ি উপজেলার এফ-ব্লক, ০৭নং ওয়ার্ড, খান বাড়ী এলাকার মৃত কালা খান এর ছেলে খোশাল খান(৪২)।
লোহাগাড়া থানার এসআই মোঃ সাজিব হোসেনের
নেতৃত্বে থানা পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করেন। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোমবার সকালে আদালতে সোপর্দ করেন।
লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে যাত্রিবাহী বাসে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে দুই মাদক প্রাচারকারী আটক করেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।