মো. রাসেল ইসলামঃ যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের সাবেক মেম্বার তরিকুল ইসলাম মিলনের (৪০) উপর বোমা হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার রাতে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার নাভারণ ইউনিয়নের কলাগাছি মোড়ে দুর্বৃত্তরা এ হামলা করে। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মিলন শার্শা উপজেলা যুবলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক।
স্থানীয়রা জানান, মিলন মেম্বার যশোর শহরের বারান্দীপাড়ায় বসবাস করেন। তিনি রাতে শার্শার উলাশী নিজ এলাকা থেকে শহরে আসছিলেন। এসময় তার উপর এই বোমা হামলার ঘটনা ঘটে।
মিলনের স্বজনরা জানান, উলশী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে মির্জাপুর গ্রামের বুলবুল, উলশী গ্রামের মফু, সর্দার বাবলু, উলশী ইউপি চেয়ারম্যানের ভাগ্নেসহ ৮/১০ জন ৪ থেকে ৫টি মোটরসাইকেল যোগে এসে তার উপর বোমা হামলা করে দ্রুত পালিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, তার দুই হাতে বোমার স্প্রিন্টারে গুরুতর জখম হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা আশংকাজনক।
ঝিকরগাছা থানার ওসি তদন্ত সুমন ভক্ত জানান, কলাগাছি মোড়ে বোমা বিস্ফোরণে সাবেক মেম্বার মিলন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের আটকের বিষয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।