তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপজেলা প্রশাসন ইকোপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান।
কমলগঞ্জ উপজেলা প্রশাসন বাস্তবায়ন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।