বগুড়ার -৭ সংসদীয় আসনের এমপি রেজাউল করিম বাবলু শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন সান্নু ও তার সহযোগী যুবলীগ ক্যাডারদের হাতে লাঞ্ছিত হয়েছেন।
ঘটনার সময় এমপিকে রক্ষা করতে গিয়ে তার ব্যাক্তিগত সহকারী বেদম প্রহ্যত হয়েছেন। পরিস্থিতির প্রেক্ষিতে নিজের লাইসেন্স করা পিস্তল উঁচিয়ে ধরলে পুলিশ তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
তারা জানান, বুধবার বেলা ১১ টার দিকে বগুড়ার ৭ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত শাজাহানপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিতব্য আইন শৃঙ্খলা কমিটির মিটিং এ যোগ দিতে যান। তবে মিটিং রুমের সামনে উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন সান্নু তার ক্যাডার বাহিনী সহ এমপি বাবলুকে বাধা দেন। বাধা উপেক্ষা করে এগোতে চাইলে তাকে শারীরিকভাবে নাজেহাল করা হয়। এমপিকে রক্ষা করতে গেলে সান্নুর সমর্থক যুবলীগ ক্যাডাররা এমপির ব্যাক্তিগত সহকারীকে বেদম প্রহার করে। এতে এমপির সহকারীর মাথা ফেটে যায়। বেগতিক দেখে এমপি বাবলু তার লাইসেন্স করা পিস্তল বের করলে পুলিশ ছুটে এসে তাকে নিবৃত্ত করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।