মো. রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার লাউজানি রেল ক্রসিং এর পাশের বিল্লালের ধান ক্ষেত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভুক্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অজ্ঞাত নারীর এখনো পরিচয় পাওয়া যায়নি। লাশ শনাক্তের চেষ্টা চলছে।
Drop your comments: