আবু তালহা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে ‘মাদক ছাড়ো খেলা ধরো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে কেরাম টুনামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা শেষ হলো।
গত শনিবার উপজেলার নান্দিনা কামালিয়া কেজির মোড় যুব সমাজ কর্তৃক আয়োজিত কেরাম টুনামেন্টে উপজেলার ১ নং ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক খানের সভাপতিত্বে ও ভদ্রঘাট ইউনিয়ন যুবলীগের আব্দুর রউফ এর সঞ্চালনায় ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
কেরাম টুনামেন্ট টি উপজেলার ৩২ টি দলের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয়। প্লে অফ, কটার ফাইনাল ও সেমিফাইনাল শেষে উপজেলার নান্দিনা কামালিয়া একাদশ ও দরশিকা একাদশ ফাইনালে অংশগ্রহণ করে। ফাইনালে ৩ সেট এর মধ্যে প্রথম ২ সেটে জয়লাভ করে দরশিকা একাদশ চ্যাম্পিয়ন হয়ায় গৌরব অর্জন করে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি আল-আমীন হোসেন বাবু, ৩ নং জামতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম বুলবুল, ১ নং ভদ্রঘাট আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান ভুইয়া, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারি আব্দুল সালাম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোষাধ্যক্ষ আবুল হাসেম প্রমুখ।