প্রবাসী শ্রমিকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি। মধ্যপ্রাচ্যে অতি মাত্রার গরমের কারণে নানা প্রকার রোগ বালাই দেখা দেয়ার সম্ভাবনা রয়েছে। প্রবাসীরা সুস্থ থাকলে, দেশ সুস্থ থাকবে৷ তাই প্রবাসীদেরকে নিজের প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে। সুস্বাস্থ্যের ব্যাপারে আরও সচেতন হতে হবে। নিয়ম মেনে স্বাস্থ্য পরীক্ষা করা উচিৎ। কোনো প্রকার শারীরিক সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া ভালো। শরীর ভালো থাকলে মন ভালো থাকবে আর মন ভালো থাকলে কাজে মনোযোগী হওয়া যাবে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ বিজনেস এ্যাসোসিয়েশন এর উদ্যোগে ও বাংলাদেশি প্রতিষ্ঠান আমার ক্লিনিকের আয়োজনে আমিরাতের আজমানে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় প্রবাসীদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে আয়োজকেরা এসব কথা বলেন। সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মেডিকেল ক্যাম্পে শতাধিক প্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা ও কনসালটেন্সি সেবা গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস এ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মাহবুব আলম মানিক সিআইপি, আমার ক্লিনিকের নির্বাহী প্রধান ইমাম হোসেন, বিজনেস এ্যাসোসিয়েশনের সভাপতি সিকদার মোহাম্মদ সাফায়েত উল্লাহ, সহ-সভাপতি বারেকুজ্জামান, হাসান জাকির, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।