তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: প্রয়াত সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসিন আলীর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ইহলোক ত্যাগ করেন মাটি ও মানুষের নেতা বিশেষণে ভূষিত মৌলভীবাজারের বর্ষিয়ান রাজনীতিবিদ মরহুম সৈয়দ মহসিন আলী।
স্বাধীনতা পদকপ্রাপ্ত এ মুক্তিযোদ্ধা ১৯৪৮ সালের ১২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে রাজনীতিতে পদার্পণ করেন। পরে জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতায় পরিণত হন। মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতিসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন করেন।
স্বাধীনতা যুদ্ধের সময় সৈয়দ মহসিন আলী একজন মুক্তিযোদ্ধা সংগঠক হিসেবে কাজ করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ২৩ বছর বয়সে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। স্বাধীনতা পরবর্তীকালেও সক্রিয় থাকেন রাজনীতিতে।
পরবর্তীতে তিনি মৌলভীবাজার পৌরসভা মেয়র হিসেবে তিনবার নির্বাচিত হন। পরে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে শ্রেষ্ঠ পৌরসভা মেয়র নির্বাচিত হন। ২০০৮ ও ২০১৪ সালে এমপি হিসেবে নির্বাচিত হন। আওয়ামী লীগ সরকারের সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পান তিনি। তবে মন্ত্রীত্ব পাওয়ার পর থেকেই ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়তে থাকেন তিনি। রাজনীতি করতে গিয়ে তিনি প্রায় কোটি কোটি টাকার পৈতৃক সম্পত্তি বিক্রি করেছেন।
২০১৪ সালে সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
সৈয়দ মহসিন আলী পরিবার সূত্রে জানা গেছে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিন তার কবরে ফুল ও শ্রদ্ধা জাননো হয়। মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দিনটিকে ঘিরে সৈয়দ মহসিন আলী ফাউন্ডেশন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজনের মধ্যে দিয়ে দিনটি পালন করা হয়।