ন্ডনের ওয়েস্টমিনস্টার হলে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত ব্রিটেনের সবচাইতে দীর্ঘসময় সিংহাসনে আসীন সম্রাজ্ঞীকে শেষ শ্রদ্ধা জানাতে লাখ লাখ মানুষ সমবেত হবে বলে ধারণা করা হচ্ছে।
ওয়েস্টমিনস্টার হল অভিমুখে শোভাযাত্রা:
স্থানীয় সময়ে রাত নাগাদ এডিনবরা থেকে লন্ডনের বাকিংহাম প্রাসাদে নিয়ে আসার কথা রানির কফিন। সেখানকার বো রুমে রানিকে শায়িত রাখার কথা।
বুধবার স্থানীয় সময় দুপুর দুইটা বাইশ মিনিটে একটি আনুষ্ঠানিক শোভাযাত্রার মধ্য দিয়ে বাকিংহাম প্রাসাদ ছাড়বে রানির কফিন।
কফিন বহন করবে রাজকী অশ্বারোহী গোলন্দাজ বাহিনীর একটি ঘোড়ায় টানা গাড়ি।
রানিকে ওয়েস্টমিনস্টার হলে নিয়ে যাওয়া হবে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত রাখার জন্য। অন্তেষ্টিক্রিয়ার আগে চারদিন সেখানে রানি রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত থাকবেন।
রানির কফিনের পেছনে পদব্রজে থাকবেন রাজা তৃতীয় চার্লস এবং তার সন্তানেরা – প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি।
রাজপরিবারের অন্যান্য সদস্যরাও পেছন পেছন পদব্রজে চলবেন, যাদের মধ্যে থাকবেন ডিউক অব ইয়র্ক, প্রিন্সেস রয়্যাল, আর্ল অব ওয়েসেক্স, পিটার ফিলিপস, ভাইস অ্যাডমিরাল স্যার টিম লরেন্স, ডিউক অব গ্লস্টার এবং আর্ল অব স্নোডন।
কুইন কনসর্ট ক্যামিলা, প্রিন্সেস অব ওয়েলস, কাউন্টেস অব ওয়েসেক্স এবং ডাচেস অব সাসেক্স থাকবেন গাড়িতে।
পুরো শোভাযাত্রা চলাকালে এক মিনিট পরপর হাইড পার্ক থেকে তোপধ্বনি করা হবে।
ওয়েস্টমিনস্টার হলে গিয়ে শোভাযাত্রাটি শেষ হওয়ার কথা ব্রিটেনের স্থানীয় সময় বেলা তিনটায় (বাংলাদেশ সময় সন্ধ্যে সাতটায়)।
শবযাত্রার পথজুড়ে কিছু নির্দিষ্ট স্থানে সাধারণ মানুষজন তা দেখতে পারবে:
# দ্য মল-এর গ্রিন পার্ক অংশ।
# দ্য মল-এর সেইন্ট জেমসেস পার্ক অংশ এবং হর্স গার্ডস রোড।
# হর্স গার্ডস প্যারেড গ্রাউন্ড।
# হোয়াইট হলের পূর্বপাশ, পার্লামেন্ট স্ট্রিটের পূর্বপাশ এবং ব্রিজ স্ট্রিট।
যাদের হুইলচেয়ার অথবা অন্যান্য সহায়ক কিছুর মাধ্যমে চলাচল প্রয়োজন হয় তাদের জন্য নির্ধারিত থাকবে দ্যা মল-এর উত্তর ও দক্ষিণ অংশ।
পার্শ্ববর্তী হাইড পার্কে একটি বড় পর্দায় প্রদর্শনীর ব্যবস্থাও থাকবে।
বুধবার স্থানীয় সময় বেলা এগারোটা থেকেই সাধারণ মানুষের জন্য এসব এলাকা খোলা থাকবে।
রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত রানি
কফিনটি নির্দিষ্ট স্থানে রাখার পর রাজা এবং রাজ পরিবারের সদস্যদের উপস্থিতিতে একটি সংক্ষিপ্ত প্রার্থনা অনুষ্ঠিত হবে।
প্রার্থনা পরিচালনা করবেন আর্চবিশপ অব ক্যান্টারবারি। তার সঙ্গে থাকবেন ডিন অব ওয়েস্টমিনস্টার।
প্রার্থনা শেষে রাজপরিবারের সদস্যরা গাড়িতে করে সেখান থেকে চলে যাবেন।
স্থানীয় সময় বিকেল পাঁচটা থেকে জনসাধারণকে শ্রদ্ধা জানানোর জন্য প্রবেশের অনুমতি দেওয়া হবে।
বুধবার থেকে শেষকৃত্যের দিন ১৯ সেপ্টেম্বর স্থানীয় সময় ভোর সাড়ে ছটা পর্যন্ত ওয়েস্টমিনস্টার হলে রানি রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত থাকবেন।
ব্রিটিশ সরকারের কেন্দ্রস্থলে গ্র্যান্ড হলটি ওয়েস্টমিনস্টার প্রাসাদের প্রাচীনতম অংশ।
দুই হাজার দুই সালে রাজপরিবারের যে সদস্যকে সর্বশেষ সেখানে শায়িত রাখা হয়েছিল তিনি হলেন কুইন মাদার।
সেসময় দুই লাখের বেশি মানুষ তাকে শ্রদ্ধা জানাতে এসেছিল।
এগারশ শতকের হলটির মধ্যযুগীয় কাঠের ছাদের নীচে ক্যাটাফাল্কে নামে পরিচিত বেদিতে রাখা থাকবে রানীর কফিনটি।
বেদিটির প্রতিটি কোণায় রাজপরিবারের নিরাপত্তার দায়িত্বে থাকা সেনারা সারাক্ষণ পাহারা দেবেন।
এই পুরো সময় হলটি ২৪ ঘণ্টা খোলা থাকবে যাতে করে জনসাধারণ তাঁর প্রতি তাদের শ্রদ্ধা জানাতে পারে।
রানির কফিনটি আচ্ছাদিত থাকবে রাজকীয় পতাকা রয়াল স্ট্যান্ডার্ডে এবং কফিনটি ওয়েস্টমিনস্টার হলে আনার পর তার ওপর বসানো থাকবে রাজ মুকুট ইম্পেরিয়াল স্টেট ক্রাউন, রাজকীয় গোলক এবং রাজদণ্ড।
মানুষের সারিগুলি অনেক দীর্ঘ হবে বলে ধারনা করা হচ্ছে এবং সেখানে বিমানবন্দরে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকে তার আদলে নিরাপত্তা দেয়া হবে। প্রত্যেকে শুধুমাত্র একটি ছোট হাতব্যাগ নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন।
ভাজ করা যায় এমন হুইলচেয়ার, পতাকা এবং ক্যাম্প করার সরঞ্জাম ভেতরে নেয়া যাবে না।
সেখানে যারা আসবেন তাদের সবাইকে গ্রহণযোগ্য পোশাক পরতে বলা হচ্ছে। পোশাকে যেন কোন রাজনৈতিক বা অশালীন বক্তব্য লেখা না থাকে।
ওয়েস্টমিনস্টার প্রাসাদের ভেতরে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে মোবাইল ফোন ব্যবহার, ছবি তোলা ও ভিডিও করা যাবে না।