বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে আজ শুক্রবার বিকালে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিকালে জেলা বিএনপির সাবেক সভাপতির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম।আলোচনা সভায় জাতীয়তা বাদী মহিলা দলের বাগেরহাট জেলা শাখার সভানেত্রী শাহিদা আক্তারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নারগীস আক্তার ইভার সঞ্চলনায় আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা যুবদলের সহ-সভাপতি মনিরুজ্জামান মান্না, কৃষক দলের আহবায়ক সৈয়দ আসাফুদৌলা জুয়েল, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, জেলা মহিলা দলের নেত্রী মমতাজ মেরী, তাসলিমা বেগম,রাহেলা বেগম, কমলা বেগম. মাহমুদা বেগম,সাগর আকতার, সামসুন নাহার, মর্জিনা বেগম, কলিনা বেগমসহ দলের অন্যান্য নেত্রীবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী হলেও আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারছিনা। কারন আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে এই সরকার। তাই আগামী দিনে খালেদা জিয়াকে মুক্ত করতে মহিলা দল আর ঘরে বসে থাকবে না।বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য মহিলা দল রাজপথে থাকবে। আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদাজীয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।