যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোলে ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫তম আবির্ভাব তিথি উদযাপিত হয়েছে। এদিন ঠাকুরের অনুসারীরা সকাল থেকে নারী পুরুষ সম্মিলিত ভাবে জড়ো হতে থাকে।
রবিবার দুপুরে পাটবাড়ী আশ্রম সমবেত প্রার্থনা সভা শ্রী বনোরজ্ঞন দেবনাথ এর পৌরহিত্যে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের আয়োজন করেছেন শার্শা উপজেলা ও বেনাপোল পৌর এলাকার ইস্টপ্রাণ সৎসঙ্গ পরিবার।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর জেলা সৎসঙ্গ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শিব প্রসাদ সাহা, নামাচার্য হরিদাস ঠাকুর পাটবাড়ী আশ্রমের যুগ্ম সাধারণ সম্পাদক সুকুমার দেবনাথ, সাংগঠনিক সম্পাদক জয়দেব সিংহ, বিকাশ দেবনাথ, দপ্তর সম্পাদক উজ্জ্বল বিশ্বাস, সম্পাদক মন্ডলীর সদস্য বিকাশ আইচ, গৌতম রায়, আনন্দ দেবনাথ, আয়োজক কমিটির গৌতম স্বর্ণকার টুলু, কিশোর দেবনাথ, জয়ন্ত বিশ্বাস প্রমুখ।