বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে এতে নারী, বৃদ্ধ,শিশুসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আজ বেলা ১২টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের কেয়ার বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উদ্ধার কাজে সহযোগিতার জন্য ছুটে যান।
দুর্ঘটনার শিকার বাসটি শরণখোলা থেকে ৪০ জন যাত্রী নিয়ে মোরেলগঞ্জের উদ্দেশে ছেড়ে আশা বাসটি বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে বলে স্থানীয় সুত্রে যানা যায়। দুর্ঘটনায় আহত বাসের চালক মিজান শেখকে (৪০) কে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত শরণখোলা উপজেলার আমড়াগাছিয়া গ্রামের খোকন সেপাই (৬০) ও তাফালবাড়িয়া গ্রামের তাছলিমা বেগমকে(৫০) উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর আহতদেরকে স্থানীয় হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।