ভারত থেকে দুবাইগামী ইন্ডিগোর একটি যাত্রীবাহী বিমানকে মাঝ আকাশে বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়া হয়েছে। পুলিশের কাছে ফোন করে এই হুমকি পাঠিয়েছে এক অজ্ঞাত ব্যক্তি। এরপরই বিমানটির উড্ডয়ন স্থগিত করা হয়েছে। খবর খালিজ টাইমসের।
শনিবার (২৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে ১৬০ জন যাত্রী নিয়ে উড্ডয়নের কথা ছিল ইন্ডিগোর একটি বিমানের। কিন্তু এর কিছুক্ষণ আগেই পুলিশের কাছে অজ্ঞাত পরিচয়ে একটি ফোন আসে। সেখানে বলা হয়, মাঝ আকাশেই বিমানটিকে যাত্রীসহ বোমা মেরে উড়িয়ে দেয়া হবে। এরপরই কর্তৃপক্ষ বিমানটির উড্ডয়ন স্থগিত করে।
প্রতিবেদনে জানানো হয়েছে, বিমানে দ্রুত সময়ের মধ্যেই তল্লাশি শুরু করা হয়। তবে সন্দেহজনক কোনো বস্তু পাওয়া যায়নি। হুমকি দিয়ে ফোনদাতাকে খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।
Drop your comments: