বঙ্গবন্ধু হত্যা ও ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় জিয়া পরিবারই জড়িত, এমন অভিযোগ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। তিনি বলেন, ১৫ আগস্টের মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। আর ২১ আগস্টের মাস্টারমাইন্ড তার ছেলে তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকে স্বপরিবারে খুনের পর মেজর ডালিমকে স্বাগত জানিয়েছিলেন জিয়াউর রহমান। এই সত্য অস্বীকার করার সুযোগ নেই। এ সময় তিনি আরও বলেন, জনগণ চাইলেই কেবল আওয়ামী লীগ সরকার বিদায় নেবে। মির্জা ফখরুলরা কী চক্রান্ত করছেন, এমন প্রশ্নও রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
Drop your comments: