রাজধানীর নারিন্দা এলাকায় একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাবের দাবি, বিপুল পরিমাণ মাদকের সন্ধান মিলতে পারে সেই বাড়িতে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে ওই বাড়ি ঘিরে রাখা হয়েছে। সেখানে অভিযান চলমান।
গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, বিপুল পরিমাণ মাদক আছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর নারিন্দা ফকিরচান সর্দার কমিউনিটি সেন্টার সংলগ্ন একটি বাড়ি ঘিরে রাখা হয়েছে। ওই বাড়িতে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হবে।
অভিযান শেষে এ বিষয়ে আজ রাতেই ঘটনাস্থলে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
Drop your comments: